Header Ads Widget

Responsive Advertisement

নাঈমের সেরা বোলিং ১৫ মাস পর

 

অফস্পিনার নাঈম হাসান ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ১৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই।  শ্রীলংকার বিপরীতে সফরকারী চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০ ওভার বল করে ১০৫ রানে উইকেট নেন নাঈম। যা তাঁর ক্যারিয়ার সেরা বোলিং।

তিনি লঙ্কানদের ইনিংসে ইতি টানেন ১৯৯ রান করা অ্যাঞ্জেলা ম্যাথুসকে আউট করে।  আট ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয় বারের বেশি উইকেট নেন।  ম্যাচের প্রথম দিন ১৬ ওভারে ৭১ রানে উইকেট নেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।  

ওশাদা ফার্নান্দো ও অধিনায়ক দিমুথ করুনারত্নে শ্রীলংকার দুই ওপেনার তার শিকার হয়েছিলেন।

দ্বিতীয় দিন তার শিকার হয় প্রথম সেশনে দিনেশ চান্ডিমান ও উইকেট রক্ষক।

২২ বয়সী স্পিনার ৫উইকেট নেন শ্রীলংকার শেষ ব্যাটার আসিথা ফার্নান্দো কে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় বারের মতো।

২০১৮ সালের নভেম্বরে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে উইকেট নেন তিনি চট্টগ্রামের এই ভেনুতেই।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৮২ রানে উইকেট  ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে।  

আজ ৫উইকেট শিকারের পড়ে শেষ ব্যাটার হিসেবে ম্যাথুসকে আউট করলো নাঈম। যা ছিল ইনিংসে নাঈমের ষষ্ঠ উইকেট। যা তার সেরা বোলিং ফিগার এই ছোট্ট ক্যারিয়ারের।  

নাঈম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন । তিনি ৩ উইকেট নেন ওই টেস্টের ২ ইনিংসে।  নাঈম এর শিকার দাঁড়িয়েছে ৩১ উইকেট।  চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংস সহ ৮ ম্যাচের ১৩ ইনিংসে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ