Header Ads Widget

Responsive Advertisement

নায়িকা সিমলা এখন সুপারস্টার নায়ক গোবিন্দের সিনেমায়

নায়িকা সিমলা এখন সুপারস্টার নায়ক গোবিন্দের সিনেমায়
চিত্রনায়িকা সিমলা যাকে বাংলার অধিকাংশ লোক ‘ম্যাডাম ফুলি’নামে চেনে।
তার ১৯৯৯ সালে  বাংলা চলচ্চিত্রে প্রথম অভিষেক হয়েছিল  ‘ম্যাডাম ফুলি’ ছবি দিয়ে ।
ছবিটির পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন।
ছবিটিতে তার নজরকাড়া অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। যার ফলে তিনি  পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে।

‘ম্যাডাম ফুলি’ছবির পরেও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
কিন্তু ‘ম্যাডাম ফুলি’ ছবির মত তেমন সাড়া পাননি।

চিত্রনায়িকা সিমলা ভারতের মুম্বাইয়ে থাকতে শুরু করেছেন বাংলাদেশ ছেড়ে প্রায় এক বছরের বেশি সময় ধরে।  বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ের মীরা রোডে থাকেন।
এর পিছনে কারণ একটাই আর সেটা হল দর্শকদের মাঝে সাড়া ফেলা।
যেমনটা সাড়া ফেলেছিল ‘ম্যাডাম ফুলি’চলচ্চিত্রটির মাধ্যমে।
কিন্তু সেটা বাংলাদেশে নয়  ভারতের মুম্বাইয়ে।

‘সফর’ নামে একটি হিন্দি ছবির কাজ ইতোমধ্যে শেষ করেছেন তিনি। বর্তমানে ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আর এর মাধ্যমেই বলিউড ইন্ডাস্ট্রিতে তার নাম লেখাচ্ছেন।

এরপর ইতিমধ্য নতুন আরেকটি ছবির কাজ হাতে নিয়েছেন চিত্রনায়িকা সিমলা।
নতুন  এ ছবিটি পরিচালনা করবেন এক সময়কার বলিউডের সুপারহিট নায়ক ড্যান্স মাস্টার  নায়ক গোবিন্দ। এমনটাই সুসংবাদ শোনালেন নায়িকা সিমলা।

হঠাৎ করে মায়ের অসুস্থতার জন্য গত ২৫ আগস্ট  বাংলাদেশে ফেরেন তিনি।
আগামী ১৫ অক্টোবর মুম্বাইয়ে আবার ফিরে যাবেন তিনি  এবং গিয়েই গোবিন্দর এ ছবির কাজ শুরু করবেন বলে জানান সিমলা।

সিমলা গণমাধ্যমকে বলেন, গোবিন্দ দাদার পরিবার আমাকে তাদের পরিবারের একজন মনে করেন। এইজন্য বাংলাদেশে আসার পর তারা  কয়েকবার আমার খোঁজখবর নিয়েছেন।
তাদেরকে আমি আমার অভিভাবক হিসেবে মানি।