(স্টাফ রিপোর্টারঃ শামীম বিশ্বাস)
ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছোটভাকলা ইউনিয়নের
বরাট ক্লাব হাউজের উদ্যোগে-
কাজী হেদায়েত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৯ দ্বিতীয় সেমিফাইনাল খেলা
আজ শনিবার সম্পন্ন হয়েছে।
আজ বিকাল ৪ টার সময় বরাট ক্লাবের মাঠে খেলায় অংশ নেয়
BNF বহরপুর একাদশ বনাম সূর্যসেনা একাদশ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে BNF বহরপুর একাদশ ১-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন দল
সূর্যসেনা কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় BNF বহরপুর একাদশ দলের গোলরক্ষক মোহাম্মদ শাকিল পাটোয়ারী।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে তুলে দেয়া হয় বরাট বাজার রিয়া ফার্নিচার এর পক্ষ থেকে।
ফাইনাল খেলা আগামী শনিবারে অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে গত সেমিফাইনালে ৫-১ গোলে কামারখালী একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়া বরাট ক্লাব হাউজ বনাম BNF বহরপুর একাদশ।
এই খবরের ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন