Header Ads Widget

Responsive Advertisement

১২০ টাকায় সয়াবিন তেল বিক্রির ঘোষণা স্থগিত

আজ থেকে শুরু হওয়ার কথা টিসিবির কমদামের পণ্য বিক্রির কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু টিসিবি জানিয়েছে, আগামী জুন মাস থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কার্যক্রম চালু হবে। সংস্থাটি জানায়,  রোববার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা প্রকৃত সুবিধাভোগীর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে পৌছানোর উদ্দেশ্যে  সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ( ভোজ্যতেল, মসুর, ডাল ও  চিনি বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ঢাকা এবং বরিশালের সিটি কর্পোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন বিতরণ কাজ চলমান রয়েছে।

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শেষ হওয়ার পরে ফ্যামিলি কার্ড ব্যতীত টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা যাবে না। এজন্য এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে চলতি মাসের ১৬ থেকে ৩০ তারিখ পর্যন্ত অল্প পরিসরে সাধারণ ট্রাকসেল কার্যক্রম স্থগিত করা হলো

জানা গেছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে  নিত্যপ্রয়োজনীয় পণ্য ( চিনি,  মসুর ডাল,  সয়াবিন তেল ) এক কোটি ফ্যামিলির কাছে  বিক্রি করা হবে

 কিছুদিন আগে গত ১১ মে’ টিসিবি জানিয়েছিলেন,  নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। যার ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় থাকবে।

সেজন্য বর্তমানে দেশের সব জেলা উপজেলায় ২৫০ থেকে ৩০০ টি খোলা ট্রাকের মাধ্যমে আগামী ১৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ