Header Ads Widget

Responsive Advertisement

ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সাথে আমিরাতের নতুন প্রেসিডেন্টের সাক্ষাৎ


হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করেছেন সম্প্রীতি নতুন প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে।

পারস্য উপসাগরীয় দেশগুলোর মাঝে সম্পর্ক বিরাজ করলে সে অঞ্চলের শত্রুরা সব নিরাশ হবে।  ইরনার খবর। সোমবার এক টুইটার বার্তায় সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানিয়েছেন।

পূর্বে যখন প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের শোকের অনুষ্ঠান হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে সেখানে তিনি উপস্থিত ছিলেন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের সম্পর্কে নয়াদিগন্তের সৃষ্টি হয়েছে। “আমরা উষ্ণতার বন্ধনে রাখতে চাই প্রতিবেশীদের। আমাদের মধ্যেও সম্পর্ক আমাদের অঞ্চলের শত্রুদের নাশ করবে।” এ কথা জানান আব্দুল্লাহিয়ান নিজের অফিশিয়াল পেজ এর এক পোস্টে। আবুধাবি সফররত আব্দুল্লাহিয়ান সোমবার বিকালে সাক্ষাৎ করেন আমিরাতের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে শোকানুষ্ঠানে অংশ নেওয়ার জন্য।

সেখানে তারা আমিরাত প্রবাসী ইরানি নাগরিকদের নানারকম সমস্যা সমাধানের আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং তারা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে একে অপরের সাথে আলোচনা করেন।

গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ ৭৩ বছর বয়সে মারা যাবার কারনে শনিবার নিযুক্ত করা হয় নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ কে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ