Header Ads Widget

Responsive Advertisement

ঢাকার ৩৪২টি প্রাথমিক স্কুল নতুনভাবে সাজানো হবে

 ঢাকা মহানগরীর ৩৪২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোকে নতুনভাবে সাজানো হবে বলে জানিয়েছেন, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জানান যে, পূর্বাচলে ১১টি উত্তরায় ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে তৈরি করা হবে।

জাকির হোসেন জানান, সুন্দর আনন্দময় এবং শিশুর জন্য প্রিয় প্রাঙ্গন হিসেবে বিদ্যালয় গড়ে তুলতে গ্রহণ করা হবে কার্যকর। যার জন্য অনুমোদন করা হয়েছে ১ হাজার ১৫৯ কোটি ২১ লাখ টাকার প্রকল্প।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর সভাপতিত্বে জানা যায়, এই প্রকল্পের আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা আছে এবং ছয় তলা ভবন নির্মাণ করা হবে। ভবনে অভিভাবক কক্ষ বিনোদন খেলাধুলার জন্য থাকবে শিশুদের মনের মত সব আধুনিক কক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ