বাংলাদেশ গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আল-জাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যার ঘটনায়।
ইসরাইলি
বাহিনী তাকে হত্যা করেছিল গত ১১ মে
অধিকৃত জেনিন শহরের শরণার্থী শিবিরে অভিযানের সংবাদ সংগ্রহ করার সময়। সোমবার
এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ
করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি
বলেন, সাংবাদিকের ওপর এমন ধরনের হামলা আন্তর্জাতিক আইনের ঘোরতর মানবতাবিরোধী কাজ। স্বাধীনতায় হস্তক্ষেপ পড়েছে দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলার জন্য।
আমাদের দেশ বরাবরই মনে করে ফিলিস্তিনে-ইসরাইল অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। যাতে তাদের এসব খবর গণমাধ্যমে না আসে এজন্য
তারা প্রায় প্রায় এভাবে সাংবাদিকের ওপর হামলা চালায়।
তিনি ২৬ বছর ধরে
সাংবাদিকতা করেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায়।
যখনই ইয়াহুদিরা অবরুদ্ধ ফিলিস্তিনে হামলা
চালাতো তখনই শিরিন বেরিয়ে পড়তেন তার ক্যামেরা নিয়ে। এ কারণে ইসরাইলি
বাহিনীরা নির্যাতন করতে পারত না। এই কারনেই শিরীনকে
পরিকল্পিতভাবে হত্যা হতে হয় গত বুধবার। কিন্তু
এই ঘটনায় প্রতিবাদের মিছিল ওঠে দেশজুড়ে। এই ঘটনায় প্রতিবাদের
মিছিল ও আন্তর্জাতিক চাপের
মুখে শিরিন হত্যার কথা এখন ইসরাইল স্বীকার করছে না। শিরীনকে “জাতীয় বীর” ও ‘তারকা সাংবাদিক’ বলে অভিহিত করেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ লতায়েহ।

0 মন্তব্যসমূহ