Header Ads Widget

Responsive Advertisement

হঠাৎ করেই ভাপসা গরম পড়ার আশঙ্কা


বৈশাখের
শুরু থেকেই এবছর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের দমকা হাওয়া, বয়ে যাওয়া ভারী মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যেই।

গত বেশ কিছুদিন ছিল সারা দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টি ও ঝড় হাওয়া। এরইমধ্যে হঠাৎ করেই বৃষ্টি কমে যাওয়াতে, ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে দেখা মিলেছে ভাপসা গরমের । যা তাপমাত্রা বাড়ার কারণে ঘটেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়,  আগামী কয়েকদিন এই পরিস্থিতি থাকতে পারে।  তাছাড়া মৃদু তাপপ্রবাহ বয়ে চলছে চাঁদপুর, রাজশাহী, খুলনা যশোর জেলা সমূহের উপর দিয়ে এবং তা অব্যাহত থাকবে।

দমকা ঝড় হাওয়া, বিজলী চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বলে জানিয়েছে, আবহাওয়াবিদ ডঃ মোঃ আবুল কালাম মল্লিক।

তাছাড়া রংপুর, সিলেট, ময়মনসিংহ ও  চট্টগ্রামেও অবস্থা দেখা যেতে পারে।  দেশের উত্তরাঞ্চলে দেখা যেতে পারে মাঝারি ভারী বর্ষণ তাছাড়া দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আংশিক মেঘলা আকাশসহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ