বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ( বেবিচক ) চেয়ারম্যান কে চিঠি দিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।
আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচার নিশ্চিতকরণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী।
দেশের বিমানবন্দরগুলোতে সরকারি চ্যানেল সম্প্রচার করার কথা থাকলেও, তদন্ত করে জানা গেছে, দেশের সকল বিমানবন্দরগুলোতে এ কার্যক্রম অব্যাহত নেই। তদন্তটি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন বিটিভি পরিদর্শন দল।
১৪ টি চ্যানেল
টিভিতে সম্প্রচার
করতে দেখেছে বলে জানিয়েছে তদন্ত দল। তদন্তটি
হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে।
এবং
১৪ টি চ্যানেলের মধ্যে
সরকারি কোন চ্যানেল ছিলনা। দায়িত্বরতদের
সাথে আলাপ করে তদন্ত দল জানতে পারে,
চ্যানেলগুলো
নির্বাচন করা হয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী।
অতঃপর গত ৪ এপ্রিল দেশের অন্যান্য বিমানবন্দরে বিটিভি চ্যানেল সম্প্রচার নিশ্চিত করতে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
যার পরিপ্রেক্ষিতে, গত ১২ মে বেবিচকের চেয়ারম্যান কে চিঠি দিয়েছে বিমান মন্ত্রণালয়।

0 মন্তব্যসমূহ