Header Ads Widget

Responsive Advertisement

প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা আমিরাতের নতুন প্রেসিডেন্টকে

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে।

 প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে

আমিরাতের নতুন প্রেসিডেন্ট কে উদ্দেশ্য করে তার শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই পদে আপনার বিজয়ী হওয়ায় প্রতীয়মান যে, “ আপনার নেতৃত্বের ওপর সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল দেশের জনগণ গভীর বিশ্বাস ভরসা রাখে”।

১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল, আরব আমিরাত। সেই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই ইস্পাত স্বদেশ পারস্পরিক সম্পর্ক বর্তমানে উচ্চতায় পৌঁছেছে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অর্জনের হাত ধরে।

যার মধ্যে রয়েছে,  ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, বিনিয়োগ, মানবসম্পদ, শিক্ষা এবং প্রতিরক্ষা।

প্রধানমন্ত্রী আরো বলেছেন, ১৯৭১ সালে দুটি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পর হাতে অনেক দ্বিপক্ষীয় বিষয়েও পারস্পরিক স্বার্থে ইউএই বাংলাদেশ পরীক্ষিত বন্ধু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বার্তায় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সুস্বাস্থ্য কামনা করেন ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে মিলিতভাবে কাজ করার প্রত্যয় জানান।

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ