Header Ads Widget

Responsive Advertisement

এ বছরও হচ্ছে না JSC-JDC পরীক্ষা


এবছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না। চলতি বছরে  ক্লাস মূল্যায়নের মাধ্যমেই শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উঠানো হবে।

উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রোববার বিকালে গণমাধ্যমকে এ তথ্য প্রকাশ করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

জানা যায় জেএসসি-জেডিসি পরীক্ষা এবছরে নেওয়া কঠিন হয়ে পড়বে। এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৯ জুন শুরু হবে। এবং এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২২ আগস্ট থেকে শুরু হয়ে অক্টোবরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। এর ফলে এই স্বল্প সময়ে ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা কোনভাবেই নেওয়া সম্ভব হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ