
পাকিস্তানের
ভ্রমণ-প্রেমী তার স্বপ্ন পূরণ করতে গিয়ে বাইক চড়ে মাত্র ৫০ দিনে তিনি মদিনায় পৌঁছেছেন।
তিনি ৯ ফেব্রুয়ারিতে
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিব এলাকা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন
এবং ২৭ মার্চ তিনি পৌঁছান।
এক বার্তায়
জানা যায় হাসান বলেছেন, তার সারা জীবনের স্বপ্ন মোটরবাইকে করে সৌদি আরবে যাওয়া। অবশেষে
এবছর তার স্বপ্ন পূরণ করে তার অনুভূতি সে ভাষায় প্রকাশ করতে পারছেন না।
তিনি জানান,
ভ্রমণকালে প্রতিটি মুহূর্তকেই সে ভালবাসে এবং ভ্রমণে গেলে সে বিপুলসংখ্যক সমর্থন ভালোবাসা
পান। ওমরাহ ভ্রমণে তিনি সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, আবহা, আল বাহাহ, আলউলাসহ বিভিন্ন
দর্শনীয় স্থান ভ্রমণ করেন।
0 মন্তব্যসমূহ