বাবাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। রাত ১২টায় রবিবারে মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট এলাকায় আদমপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে।
ঘাতক ছেলে জহিরুল ইসলাম (২৮) তার বাবা নিহত আব্দুল গফুর (৫৮)কে খুন করে পালিয়েছে।
রোববার রাতে মা হাসতন নেছার (৪৫) ও বাবা আব্দুল গফুরের(৫৮) সঙ্গে ছেলে জহিরুল ইসলামের টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ছেলে জহিরুল ইসলাম বাবা গফুরের শরীরে বিভিন্ন যায়গায় এবং মাথায় ঘরে থাকা শাবল দিয়ে একনাগাড়ে আঘাত করতে থাকে।
স্বামীকে বাঁচাতে তার মা হাসনত নেছাএগিয়ে আসলে ঘাতক ছেলে জহিরুল তার মা কেউ আঘাত করে পালিয়ে যায়। এরপর বাড়ির আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত ১টায় নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তাররা অবস্থা গুরুতর দেখে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর।
হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের অবস্থা আরও সংকীর্ণ হতে থাকে। একপর্যায়ে পথিমধ্যে আব্দুল গফুরের মৃত্যু হয়। এবং আশঙ্কাজনক অবস্থায় মা হাসতন নেছাকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
কমলগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ওসি ইয়ারদৌস হাসান সুনিশ্চিত করে জানান, পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে ঘাতক ছেলে জহিরুল ইসলামকে ধরতে।
0 মন্তব্যসমূহ