গত ২৭ তারিখ শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত পাতলা পায়খানায় আক্রান্ত এই রোগীরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল সংশ্লিষ্টরা কারন হঠাৎ করেই পাতলা পায়খানায় আক্রান্ত রোগীর চাপ বেড়ে গেছে বলে দাবি তাদের।
পর্যাপ্ত পরিমাণ সিট খালি না থাকায় হাসপাতালের মেঝে ও বারান্দায় বসে চিকিৎসা নিতে হচ্ছে আক্রান্ত রোগীদের।
ডায়রিয়ায় আক্রান্তদের বয়ান অনুযায়ী জানা যায়, ইয়ার মোহাম্মদপাড়া পৌর এলাকায় একটি বিয়ের দাওয়াতে নিমন্ত্রণ খেতে যান তারা। খাবর গুলি অনেক মুখরোচক ছিল এজন্য তৃপ্তি সহকারে পেট ভরে খান তারা। খাবার শেষে তৃপ্তির ঢেকুরও তুলেছিলেন তারা।
কিন্তু ওই খাবার খাওয়ার কিছুক্ষন পরেই পেটের মধ্যে ব্যথা ও মোচড় দেয় এরপর শুরু হয় পাতলা পায়খানা। এভাবেই ধাপে ধাপে শুরু হয় সবার পাতলা পায়খানা। এরপর চিকিৎসা নিতে একে একে আমরা হাসপাতালে আসি।
0 মন্তব্যসমূহ